শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ার সোনাতলায় অমর একুশে বইমেলা উদ্বোধনে এমপি সাহাদারা মান্নান

বগুড়ার সোনাতলায় অমর একুশে বইমেলা উদ্বোধনে এমপি সাহাদারা মান্নান

সোনাতলায় উদ্বোধন হলো অমর একুশে বইমেলা। পৌর এলাকার স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত দুইদিনব্যাপী এ বইমেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, অমর একুশে বইমেলা-২০২৩ উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, বইমেলা উপ-কমিটির আহবায়ক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, হিসাবরক্ষণ অফিসার রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, প্রেসক্লাব সভাপতি নিপুন আনোয়ার কাজল, লেখক-সাংবাদিক ইকবাল কবির লেমন, লেখক রাশেদুজ্জামান রণ, আবু মান্নাফ খানসহ স্থানীয় লেখকগণ, সামাজিক-সাংস্কৃতিক কর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি অন্যান্যদের সাথে বইমেলার স্টল পরিদর্শন করেন। পরে অমর একুশে বইমেলা-২০২৩ উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন। সবশেষে নবীন লেখক সেলিম হাসানের ‘প্রতিটি রাতই ভয়ংকর ছিল’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ। অনুষ্ঠান সঞ্চালন করেন অমর একুশে বইমেলা-২০২৩ উপ-কমিটির সদস্য, তরুণ লেখক এম এম মেহেরুল।

দৈনিক বগুড়া