• শুক্রবার   ৩১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৭ ১৪২৯

  • || ১০ রমজান ১৪৪৪

শিবগঞ্জে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক বগুড়া

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ৬৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের সভাপতি ও বগুড়া প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাব এর সভাপতি মাহমুদুল আলম নয়ন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টি.এম আব্দুল হামিদ, বগুড়া সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক জে.এম রউফ, বগুড়া প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সহ-সভাপতি আব্দুস সামালম বাবু, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সাহাবুদ্দিন শিবলী, সোহের রানা মিন্টু, আবু জাফর, সহকারী প্রধান শিক্ষক তাজু ইসলাম, সমাজ সেবক আফজাল হোসেন, জহুরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আবেদ আলী, ফিরোজ আহমেদ, শাহিনুর মাস্টার প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া