• শুক্রবার   ৩১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৭ ১৪২৯

  • || ১০ রমজান ১৪৪৪

আদমদীঘিতে ১১ শিক্ষার্থীর হাতে ফুটবল তুলে দিলেন ওসি

দৈনিক বগুড়া

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছনোর লক্ষ্যে বগুড়ার আদমদীঘিতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। রোববার বিকেলে থানা পুলিশ উপজেলার কুন্দগ্রাম ইউপির শিববাটি বাজারে সভাটির অয়োজন করেন। স্থানিয় ইউপি সদস্য (সাবেক) আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা। 

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান, এসআই নাজমুল হক মৃধা, কুন্দগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মাহবুবুর রশিদসহ প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি ওই ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদরাসার ১১ জন শিশু শিক্ষার্থীর হাতে একটি করে ফুটবল তুলে দেওয়া হয়।   

ওসি রেজাউল করিম রেজা জানান, এক সময় স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের পড়ালেখার বাইরে নিয়মিত ফুটবল ও ক্রিকেটসহ নানা প্রকার খেলাধুলায় মনোযোগী ছিল। বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়ছে। দিন দিন বিপজ্জনক অবস্থায় পৌঁছে যাচ্ছে। এসব শিক্ষার্থীদের খেলাধূলার জন্য মাঠে টানতে ইউপি সদস্য মাহবুবুর রশিদের সহযোগীতায় ১১ জন শিশু শিক্ষার্থীর হাতে ফুটবল তুলে দেওয়া হয়েছে।

সেই সাথে সভায় মাদক, বাল্য বিবাহ, জুয়া, চুরি, ছিনতাই ও আত্মহত্যাসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়েছে।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া