মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ তিন যুবক গ্রেপ্তার

বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ তিন যুবক গ্রেপ্তার

বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার জেলার সারিয়াকান্দি উপজেলার শেখাহাতি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ওই তিন যুবক হলেন- সারিয়াকান্দি উপজেলার চর হরিণা গ্রামের বাদশা তরফদারের ছেলে তুহিন মিয়া (২৮), সোনাতলা উপজেলার নুরপুরের ফুলবাবু প্রামানিকের ছেলে শাকিল প্রামানিক (২৪)  ও বারঘরিয়ার লতিফ খাঁ এর ছেলে নজমাল হোসেন (২৪)।

শনিবার ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সারিয়াকান্দির শেখাহাতি গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে। তখন ডিবির একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে শেখাহাতি থেকে সোনাতলা সড়কে তিন যুবককে দুই মোটরসাইকেলসহ পুলিশ আটক করে। এসময় তাদের কাছে থেকে ৭০০ পিস ট্যাপেন্টাডল পাওয়া যায়। ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, এই ঘটনায় ওই তিন যুবকের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মামলা করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

দৈনিক বগুড়া

সর্বশেষ: