শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধুনট উপজেলা ছাত্রলীগের চারটি ইউনিটের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ধুনট উপজেলা ছাত্রলীগের চারটি ইউনিটের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের আয়োজনে চারটি ইউনিটের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা। প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।

ইউনিট গুলো হলো ধুনট পৌর শাখা, সদর ইউনিয়ন শাখা, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শাখা ও ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় শাখা। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক।

সভাপতিত্ব করেন ধুনট উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মুঞ্জু। প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয়। এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন সঞ্চালনা করেন।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্যে রাখেন বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পী রহমান, আওয়ামী লীগ নেতা কুদরত-ই-খুদা জুয়েল, আব্দুর রাজ্জাক, নাজনীল নাহার ও উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।

দ্বিতীয় অধিবেশন শেষে ধুনট পৌর শাখার সভাপতি সাকিব শাহরিয়ার খান বিজয় ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ইবু, সদর ইউনিয়ন শাখার সভাপতি সৌরভ হাসান ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক আজিজুল হক এবং ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি ইকবাল ইসলাম ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নাম ঘোষণা করা হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির!
বগুড়ায় পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়ায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের
বগুড়ার বিখ্যাত সাদা সেমাই তৈরিতে ব্যস্ত কারিগর
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু
গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু