• শুক্রবার   ৩১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৭ ১৪২৯

  • || ১০ রমজান ১৪৪৪

কাহালুতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

দৈনিক বগুড়া

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলায় বৃহস্পতিবার (১৬ই মার্চ) বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মাহবুব হাসান চৌধুরী প্রমূখ।

সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাকিব হাসান ও উপ-সহকারী কৃষি অফিসার তপন কুমার রায়।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া