• শুক্রবার   ৩১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৭ ১৪২৯

  • || ১০ রমজান ১৪৪৪

বগুড়ার শেরপুরে কৃষি প্রযুক্তি মেলা শুরু

দৈনিক বগুড়া

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

বগুড়ার শেরপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় শেরপুর উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু।

এসময় রোপা আউশ ফসলের প্রনোদনা ও পাট ফসলের বীজ সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সার বীজ বিতরণ করা হয়েছে।  উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে মেলার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, শেরপুর উপজেলা ভাইচ চেয়ারম্যান শাহজামাল সিরাজী, নাসরিন আক্তার পুটি, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মোঃ সাইফুল বারী ডাবলু, শেরপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি  বীর মুক্তি যোদ্ধা মোঃ মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান।

প্রধান অতিথি মজিবুর রহমান মজনু মেলার উদ্ধোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শণ করেন। শেষে প্রধান অতিথি ১ হাজার কৃষকের মাঝে রোপা-আউশ ও পাট ফসলের বীজ বিতরণ করেন।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া