• শুক্রবার   ৩১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৭ ১৪২৯

  • || ১০ রমজান ১৪৪৪

বগুড়ায় বঙ্গবন্ধুর জন্মদিনে হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা পেল উপহার

দৈনিক বগুড়া

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে চিকিৎসাধীন শিশুদের বিভিন্ন উপহার দিয়েছে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতাল। শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ছেলেদের হাতে খেলনা ও মেয়ে শিশুদের হাতে ওয়াটার পট দেওয়া হয়।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলকে সকালে হাসপাতাল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, ও ‘বঙ্গবন্ধুর ভাবনা ও স্বাস্থ্য খাতে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন শফিউল আজম, শিশু বিভাগের কনসালটেন্ট শারমিন আফরোজী শিল্পী, ডা. মাফরুহা জাহান, ডা. ইশরাত জাহান, ডা. আনিকা, ডা. সৈয়দ মাহবুব হোসেন রাজিব, ডা. আজিজুল হক ও আরএমও খায়রুল বাশার মোমিন।

ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় বলেন, ‘হাসপাতালে শিশুদের নিয়েই আমরা জাতির পিতার জন্মদিন পালন করেছি। এতে শিশুরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হবে। উপহার সামগ্রী পেয়ে শিশুদের চোখে মুখে হাসি ফুটেছে।’

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া