বগুড়ার শিবগঞ্জের কিচকে সড়ক ও জনপথের (সওজ) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকাল ০৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলাধীন কিচক বন্দরে সড়ক ও জনপথের এ অভিযান চলে। এতে বসতবাড়িসহ প্রায় ৫০০’শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় বিপুল পরিমান আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপথের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপসচিব) মো.মাইনুদ্দীন জানান, অধিগ্রহণের ভিত্তিতে সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আগেই মাইকিং করে স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের অবগত করা হয়। নিয়ম মেনে নিদিষ্ট ম্যাপ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।
দৈনিক বগুড়া