শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কাহালুর দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন

কাহালুর দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন

বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের সহায়তায় মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে হতদরিদ্র মেধাবী শিক্ষার্থী নুরী খাতুন। জানা গেছে, উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গ্রামের দরিদ্র নুর আলমের মেয়ে নুরী খাতুন সম্প্রতি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি হবার সুযোগ পায়।

কিন্তু টাকার অভাবে তার ভর্তি অনিশ্চয়তার দিকে চলে যেতে থাকে। ভর্তির বিষয়টি নিয়ে তার পরিবার ছিল একেবারে অন্ধকারে। পরবর্তীতে বিষয়টি কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজের নজরে আসলে তিনি আজ বুধবার (২৯ মার্চ) দুপুরে নুরী খাতুনসহ তার পরিবারকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডাকা হয়।

এরপর নুরীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ হতে ২০ হাজার টাকা তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। টাকা তুলে দেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহী অফিসার। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও নুরী খাতুন ও তার বাবা নুর আলম।

দৈনিক বগুড়া

সর্বশেষ: