বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ার শাজাহানপুরে ঈদ উপহার পেল ৩ হাজার পরিবার

বগুড়ার শাজাহানপুরে ঈদ উপহার পেল ৩ হাজার পরিবার

বগুড়ার শাজাহানপুরে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি পেয়েছে উপজেলার ৯টি ইউনিয়নের ৩ সহস্রাধিক অসচ্ছল পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ-উল-ফিতর উপলক্ষে নিজস্ব অর্থায়নে ঈদ উপহারের শাড়ি-লুঙ্গি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মাঝিড়া ইউনিয়ন, বিহিগ্রাম মাদ্রাসা মাঠে চুপিনগর ইউনিয়ন এবং মোস্তাইল ইউপি চত্বরে খোট্টাপাড়া ইউনিয়নের দু:স্থদের মাঝে উপহার সামগ্রি বিতরণ করা হয়। বাকি ৬টি ইউনিয়নে পর্যায়ক্রমে ঈদ উপহার বিতরণ করা হবে।

দিনব্যাপী কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা আওয়ামীলীগ সদস্য আব্দুল খালেক মাস্টার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল ফারুক, চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক আসাদুজ্জামান লিটন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, আবুল কালাম আজাদ বাচ্চু, গাজিউল হক, সৈয়দ মনির হোসেন ময়না, উপজেলা কৃষক লীগ সভাপতি আবুল কালাম আজাদ ঠান্ডা ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ  উপজেলা শাখার আহ্বায়ক আব্দুস ছাত্তার।

দৈনিক বগুড়া