শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে ৩৫ বস্তা সরকারি চালসহ ব্যবসায়ী আটক

সারিয়াকান্দিতে ৩৫ বস্তা সরকারি চালসহ ব্যবসায়ী আটক

বগুড়ার সারিয়াকান্দিতে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫ বস্তা চালসহ জাহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সারিয়াকান্দি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে পুলিশের সহযোগিতায় উপজেলার হিন্দুকান্দি গ্রামের কলোনিপাড়ার থেকে চালসহ তাকে আটক করেন। জাহিদুল সারিয়াকান্দির হিন্দুকান্দি কলোনীপাড়ার জয়নাল সরদারের ছেলে।

সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, গোপনে খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান পুলিশের সহযোগিতায় ওই বাড়িতে অভিযান চালান। বাড়িতে ৩০ কেজি ওজনের ৩৫ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাওয়া যায়। সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির এক হাজার ৫০ কেজি চাল বাড়িতে রাখায় জাহিদুলকে আটক ও চাল জব্দ করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান জানান, সরকারি চাল কেনায় জাহিদুলের বিরুদ্ধে মামলা হবে।

দৈনিক বগুড়া