শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরের ঐতিহাসিক মন্দির পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার

শেরপুরের ঐতিহাসিক মন্দির পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার

উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ৫১টি পীঠস্থানের মধ্যে অন্যতম বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহাসিক মা ভবানীর মন্দির পরিদর্শন করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। মঙ্গলবার (১৮এপ্রিল) বেলা সোয়া দুইটায় তিনি ওই মন্দিরটি পরিদর্শনে এলে মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে অতিথিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

সেইসঙ্গে ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাঁকে। পাশাপাশি বরণ করে নেওয়া হয় ভারতীয় এই হাইকমিশনারকে। পরে তিনি মন্দিরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে ঘুরে দেখেন। এসময় মন্দিরের পুরোহিত এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ মন্দিরের অতীত ইতিহাস তুলে ধরেন এবং ইতিহাস সম্বলিত বই-পুস্তক হাইকমিশনারের হাতে তুলে দেন। মন্দিরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখে তিনি অভিভূত হন। সেইসঙ্গে এই মা ভবানী মন্দিরের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এরপর মন্দিরের মাতৃ দর্শন ও পূর্জা অর্চনা করে প্রসাদ গ্রহণ করেন তিনি।

এসময় তাঁর সঙ্গে ছিলেন সহকারি ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা ইয়াসমিন, টিএমএসএস এর নির্বাহী পরিচালক প্রফেসর ডা. হোসনে আরা বেগম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( শেরপুর সার্কেল) সজিব শাহরীন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, শেরপুর থানার ওসি আতোয়ার রহমান খোন্দকার, মন্দির কমিটির নেতা দিলীপ কুমার দেব, অমৃত লাল সাহা, এড. নরেশ মুর্খাজী, সাংবাদিক নিমাই ঘোষ, পরিমল দত্ত, উত্তম ব্যানার্জী প্রমূখ। এছাড়া হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই