বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়ায় নামল বৃষ্টি, আবার কবে হবে জেনে নিন

দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়ায় নামল বৃষ্টি, আবার কবে হবে জেনে নিন

দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়ায় বৃষ্টি শুরু হয়েছে। এতে জনমনে স্বস্ত্বি বিরাজ করছে। শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।   রাতেও এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বগুড়া আবহাওয়া অফিস।  এছাড়া বগুড়ার শেরপুর, ধুনট,  সারিয়াকান্দি, শাজাহানপুর, কাহালু,  নদীগ্রামসহ বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। 

বগুড়া আবহাওয়া অফিসের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম পুণ্ড্রকথাকে জানান, বগুড়া বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এতে গরমের তীব্রতা কমতে শুরু করেছে। আগামী ১ মে বগুড়ায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমে আসবে।

তিনি আরও জানান, জেলায় আজ সর্বোচ্চ ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা  ২৪ দশমিক ৬  ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলের শুরু থেকেই সারা দেশে ছিল দাবদাহ। এ সময় দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা ছাড়ায় ৪০ ডিগ্রি। জনজীবন হয়ে ওঠে অতিষ্ঠ। তীব্র গরমে ডায়রিয়া, হিট স্ট্রোকেও আক্রান্ত হতে থাকে মানুষ। 

দৈনিক বগুড়া