বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেরপুরে কাউন্টার পরিচালকের সততায় হারিয়ে যাওয়া ব্যাগ ও টাকা উদ্ধার

শেরপুরে কাউন্টার পরিচালকের সততায় হারিয়ে যাওয়া ব্যাগ ও টাকা উদ্ধার

বগুড়া শেরপুরে কোচ কাউন্টার পরিচালকের সততায় এবং থানা পুলিশের সহযোগিতায় দেড়লাখ টাকাসহ হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার হয়েছে। শনিবার (৬ মে) বিকাল সাড়ে ৪টার দিকে ঠাকুরগাঁও জেলার মুসলিম নগরের ফাত্তাহ আমিন ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার একটি ব্যাগ নিয়ে সিরাজগঞ্জ, কাজীপুর থেকে শেরপুর খেজুরতলাস্থ কোচ কাউন্টারে আসেন এবং ব্যাগটি রেখে টিকিট কাটার জন্য কাউন্টারে প্রবেশ করেন। ফিরে এসে দেখেন ব্যাগ নাই।

ব্যাগটি আব্দুল মান্নান আর,কে কাউন্টারে ব্যাগটি পেয়ে রেখে দেন এবং ব্যাগের মালিকের সন্ধান করেন। টিএম ফাত্তাহ আমিন শেরপুর থানায় উপস্থিত হয়ে অভিযোগ দিলে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহার নির্দেশে এস.আই সাইফ হাসান তৎক্ষনাত খোজ-খবর নিয়ে জানতে পারেন। ব্যাগ এবং টাকা আর.কে কাউন্টার এর আব্দুল মান্নান এর নিকট জমা আছে। টাকাটি উদ্ধার করে তাৎক্ষণিক টাকার মালিককে টাকা ও ব্যাগ বুঝিয়ে দেন।

এ ঘটনায় আর.কে কাউন্টারের আব্দুল মান্নানকে শেরপুর থানা পুলিশ এবং কাউন্টার মালিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক ধন্যবাদ জানিয়েছেন।

দৈনিক বগুড়া