• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

সোনাতলা খাদ্য গুদামে সরকারীভাবে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন

দৈনিক বগুড়া

প্রকাশিত: ৮ মে ২০২৩  

মাননীয় প্রধানমন্ত্রীর ভারচুয়াল ভাবে সারা দেশে একযোগে অভ্যন্তরীণ বোরো ধান/চাল সংগ্রহের উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় ৭মে (রবিবার) বগুড়া সোনাতলা খাদ্য গুদামে সরকারীভাবে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান/চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন উপস্থিত থেকে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী, সোনাতলা এল এসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, হরিখালী এল এসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, উখানী কার্যালয় খাদ্য পরিদর্শক খন্দকার আবু সাঈদ, খাদ্য পরিদর্শক নুর মোহাম্মদ, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুণ আনোয়ার কাজল ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন চন্দ্র রায় প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম দিনে কৃষক/কৃষানীর দুজনে মোট ৬ টন ধান সংগ্রহ করে। এ মৌসুমে অনলাইন রেজিস্ট্রেশন লটারিতে বিজয়ীদের মাধ্যমে উপজেলায় ৭৮৫ মেট্রিকটন ধান ও ১৭০৭ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩০ টাকা কেজি ও চাল ৪৪ টাকা কেজি দরে সংগ্রহ করবেন।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া