শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাবতলীতে সুফল ভোগীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ

গাবতলীতে সুফল ভোগীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ

বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় স্থাপিত বিল নার্সারীর জন্য সুফলভোগী দলপতিদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রউফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণের উদ্ধোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল কবির আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ, সিআইজি মৎস্য চাষী নার্গিস আকতার, বিকাশ চন্দ্র, বিষু চন্দ্র, প্রদর্শনী চাষী রেহান আহম্মেদ, দেলোয়ার হোসেন, মিলু মেম্বার প্রমূখ। এর আগে সিআইজি নেতৃবৃন্দ’র মাছ চাষে পরিবেশগত ও সামাজিক সুরক্ষা প্রশিক্ষণে প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রউফ ও জেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল কবির আহম্মেদ যোগ দিয়ে প্রশিক্ষণ করান ও নানা বিষয়ে পরামর্শ দেন।

দৈনিক বগুড়া