• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

ধুনটে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

দৈনিক বগুড়া

প্রকাশিত: ১৭ মে ২০২৩  

বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির (পিট নির্মাণ বিষয়ক) ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি অর্থায়নে মেডিকেলীয় বর্জ্য ব্যবস্থাপনার জন্য পিট নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিহাবুল ইসলাম সরকার, ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মাসুদ রানা, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও পৌরসভার কাউন্সিলর আলী আজগর মান্নান।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া