• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

সারিয়াকান্দিতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনে সাহাদারা এমপি

দৈনিক বগুড়া

প্রকাশিত: ২২ মে ২০২৩  

বগুড়ায় সারিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। ২১ মে (রবিবার) সকাল ১১ টায় সারিয়াকান্দি উপজেলা পরিষদ আম্রকাননে এই মেলার উদ্বোধন করা হয়।

এ সময় কন্দাল ফসলের উন্নয়নে কৃষকদের মাঝে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়, র্যালি শেষে কৃষি মেলার উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কৃষি প্রযুক্তি ও কন্দাল ফসল উন্নয়ন মেলা ২০২৩ এর উদ্বোধন করেন জাতীয় সংসদ ৩৬ বগুড়া ১ আসনের এমপি সাহাদারা মান্নান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া