• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

নন্দীগ্রামে একই বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচিত

দৈনিক বগুড়া

প্রকাশিত: ২২ মে ২০২৩  

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী  নির্বাচিত হয়েছে একই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী। জানা গেছে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ প্রতিযোগিতায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন, ২০১৮ সালের মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্ত, রামকৃষ্টপুর চৌদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকরামুজ্জামান তারা (বি, এ, বি,  এড, এম এ) এবং সেই সাথে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে একই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মোঃ জিহান আকন্দ।  জিহান আকন্দ ইতিপূর্বে মনসুর জাহেদা স্মৃতি শিক্ষাবৃত্তিতে উপজেলায় ৩য় স্থান অর্জন করে।

এক বার্তায় প্রধান শিক্ষক আকরামুজ্জামান তারা বলেন- একই সাথে রামকৃষ্টপুর চৌদিঘী উচ্চ বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়া এটি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাসহ অভিভাকবৃন্দ এবং বিদ্যালয় পরিচালনা কমিটির যথেষ্ট  অবদান রয়েছে। তাই তাদের প্রতি আমি এবং সকল শিক্ষকবৃন্দ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া