• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আদমদীঘিতে বিক্ষোভ সমাবেশ

দৈনিক বগুড়া

প্রকাশিত: ২৩ মে ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে বগুড়ার আদমদীঘিতে আওয়ামী লীগ যুবলীগসহ তার সহযেগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকেল ৫ টায় আদমদীঘি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ কছিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, নিসরুল হামিদ ও যুবলীগের সম্পাদক জিল্লুর রহমান।

সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে অবিলম্বে গ্রেফতারসহ তার দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি জানান।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া