শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

শাজাহানপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

বগুড়ার শাজাহানপুর উপজেলায়  অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার বেতগাড়ী খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,সহকারী কমিশনার ভূমি সানজিদা মোস্তারি।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ তারান্না বেগম, খাদ্য পরিদর্শক আতিকুর রহমান, বেতগাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সুজাউর রহমান, চাল কল মালক  আরিফ হোসেনসহ  আটো রাইস মিল ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন । 

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় ৩০ টাকা দরে ১ হাজার ৩৩ মেট্টিক টন ধান এবং ৪৪ টাকা দরে ৩ হাজার ৬৭১ মেট্টিক টন সিদ্ধ চাল আগামী ৩১আগস্ট পর্যন্ত ক্রয় করা হবে ।

দৈনিক বগুড়া