• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

বগুড়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি রিপু

দৈনিক বগুড়া

প্রকাশিত: ২৬ মে ২০২৩  

বগুড়ার বিভিন্ন স্থানে ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন বগুড়া সদর ০৬ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় বগুড়ার সদরের সাবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প -৩ এর আওতায় চাঁন্দপাড়া মিজান প্রফেসরের বাড়ি চন্দনবাইশা সড়কের উন্নয়ন,সাবগ্রাম প্রাইমারী স্কুল চন্দনবাইশা সড়ক উন্নয়ন, বগুড়া- গাবতলী (আর এইচ ডাবলু)রনজুর বাড়ির কাছে সাবগ্রাম সড়ক উন্নয়ন,সাবগ্রাম জিপিএস চাঁন্দপাড়া সড়ক উন্নয়ন, উদ্দিরগোলা বাজার দাড়িয়াল বাজার হয়ে ক্ষিদ্রধামা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, এলজিইডির উপজেলা ইঞ্জিনিয়ার মোবারক হোসেন,সহকারী ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা,সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম প্রমুখ।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া