• রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

ধুনটে হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দৈনিক বগুড়া

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

বগুড়ার ধুনট উপজেলায় ১৪জন হতদরিদ্র নারীদেরকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে আনুষ্ঠানিক ভাবে তাদের মাঝে সেলাই মেশিন গুলো হস্তান্তর করা হয়। এরআগে তিন মাসব্যাপী এই ১৪জন নারীকে বিনামূল্যে দর্জি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এমসিসি বাংলাদেশের সহযোগীতায় মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির জন্য খাদ্য নিরাপত্তা ও জীবিকায়ন জোরদারকরণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার জানে আলম। পরে তিনি প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন গুলো বিতরণ করেন।

এরআগে মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক এটিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমসিসি বাংলাদেশের ভ্যান্ডারবিল্ট ক্যান্ট্রি মি. গ্রেগরী, প্রোগ্রাম অফিসার রোজিনা মূর্মূ, এসএফএসএলভি প্রকল্পের প্রজেক্ট অফিসার আবুল বাশার, মাঠ সংগঠক আব্দুর রাজ্জাক, রাফায়েল মার্ডী, শামীমা আকতার ও জান্নাতুল নাইম। 

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া