• রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

সোনাতলায় তালের চারা রোপন করলেন ইউএনও সাঈদা পারভীন

দৈনিক বগুড়া

প্রকাশিত: ৬ জুন ২০২৩  

বগুড়ার সোনাতলা পৌর সদরের শহীদ আব্দুল করিম সড়কের এক কিলোমিটারে তালের চারা রোপণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সাঈদা পারভীন সোমবার সকালে নিজহাতে একটি তালের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কুরশিয়া আক্তার,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, হিসাবরক্ষণ অফিসার রুহুল আমিন, মৎস্য অফিসার হাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদ পারভেজ, মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক, যুব উন্নয়ন অফিসার রওশন ইজদানী,পরিসংখ্যান অফিসার শাফিউল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি নিপুন আনোয়ার কাজল ও উপজেলা ক্রীড়া সংস্থার সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রশিদ সোহেল উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া