• রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

সোনাতলায় সমন্বিত খামার ও বায়োগ‍্যাস বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

দৈনিক বগুড়া

প্রকাশিত: ৬ জুন ২০২৩  

বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের কাবিলপুরে আলোর প্রদীপ চত্বরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পাঁচদিনব্যাপী সমন্বিত খামার ও বায়োগ্যাস প্লান্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া’র উপ-পরিচালক মো: তোছাদ্দেক হোসেন।

আরো বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার রওশন ইজদানী, পৌর কাউন্সিলর ও প্রেসক্লাব সভাপতি নিপুন আনোয়ার কাজল, আলোর প্রদীপ চেয়ারম্যান এম মেহেরুল। এসময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব অফিসার সুবির পাল, ধুনট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব অফিসার জাহিদ হাসান, আলোর প্রদীপ নেতৃবৃন্দসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোর প্রদীপ সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির রাসেল।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া