শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

সারিয়াকান্দিতে নদী ভাঙ্গন পরিবারের মাঝে খাবার বিতরণ

সারিয়াকান্দিতে নদী ভাঙ্গন পরিবারের মাঝে খাবার বিতরণ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের কামালপুর, ফকিরপাড়া ও ইছামারা গ্রামের যমুনা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।

সাম্প্রতিক উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি পায়। এর ফলে বিভিন্ন স্থানে দেখা দেয় নদী ভাঙ্গন। গত কয়েক দিনে কামালপুর, ফকিরপাড়া, ইছামারা এলাকায় অব্যাহত নদী ভাংগনে নদীর ডান তীর সংরক্ষণ কাজের পিচিংসহ আবাদি জমি, ভিটেমাটি, ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়।

এমন সংবাদ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রচার হলে বিষয়টি জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক এর নজরে আসে। যমুনা নদী ভাংগন কবলিত এলাকা পরিদর্শনে আসেন তিনি। স্প্রিড বোর্ডে চোরের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাছেদুউজ্জামান রাছেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।

এ-সময় উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, থানার পুলিশ পরিদর্শক তদন্ত আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম, কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হেলাল উল আলম, সাধারণ সম্পাদক রবিউল হাসান হেলাল, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আল মামুন, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাহার আলীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে ভাঙন কবলিত ১৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, লবণ, চিনি, সয়াবিন তৈল, মরীচ হলুদ ধনিয়াগুড়াসহ শুকনা খাবার বিতরণ করা হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ: