• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

দুপচাঁচিয়া পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন স্প্রে উদ্বোধন

দৈনিক বগুড়া

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩  

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি, লিফলেট বিতরণ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান দুপচাঁচিয়া পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার সকালে উদ্বোধন করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ইদ্রিস আলী, মহিদুল ইসলাম সরদার, জাহানারা বেগম, পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ, আকরাম হোসেন, আব্দুস সালাম আলম, রেজানুর তালুকদার রাজিব, নিপা বেগম, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, হিসাবরক্ষক দেওয়ান আহসানুর রাশেদ সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধন শেষে র‌্যালি সহ পৌর সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে পরিস্কার করা ও মশক নিধনের ওষুধ স্পে করা হয়। এ অভিযান পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে চলমান রাখা হবে বলে কর্তৃপক্ষ জানান।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া