• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

শাজাহানপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত

দৈনিক বগুড়া

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩  

বগুড়ার শাজাহানপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেণ্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাজাপুর পদ্মপকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে ৪-২ গোলে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে বেজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অপরদিকে বঙ্গবন্ধ শেখ ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবলে জৈয়ন্তীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে রামচন্দ্রপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেণ্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম।

উপজেলা শিক্ষা অফিসার মো: আব্দুল কাইয়ুম এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।

অন্যান্যের মধ্যে অংশ নেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, সহকারি উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, ইউআরসি’র ইন্সট্রাক্টর মহিদুল ইসলাম, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ, শিক্ষক নেতা জুলফিকার আলী, তায়েজুল ইসলাম, তানভীর আহম্মেদ, রাবেয়া আক্তার, লাভলী আক্তার, সাগর, আতিকুর রহমান, রোজী আক্তার প্রমুখ।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া