• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

শেরপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার গ্রন্থপাঠ ও আলোচনা সভা

দৈনিক বগুড়া

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

বঙ্গবন্ধু শেখ মুজিবের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বগুড়া জেলা শাখার উদ্যোগে ১৫ আগষ্টের ১০০ মিনিট গ্রন্থপাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শেরপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু।

বগুড়া জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি গৌতম কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠিত গ্রন্থপাঠ ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ হজরত আলী, জেলা সিনিয়র তথ্য অফিসার মুহা: মাহফুজার রহমান, জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক এসএম শাহজাহান আলী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম।

শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলার ১২ টি হাইস্কুল ও কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া