শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বগুড়ার সারিয়াকান্দিতে ছাত্রলীগের কর্মী সভায় ম. রাজ্জাক

বগুড়ার সারিয়াকান্দিতে ছাত্রলীগের কর্মী সভায় ম. রাজ্জাক

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা ম.আব্দুর রাজ্জাক বলেছেন,পাকিস্তানের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

তিনি বলেন, ছাত্রলীগ ইতিহাস ঐতিহ্যপূর্ণ সংগঠন। মহান ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ৬ দফা, ’৬৯এর গণঅভ্যূত্থান ও মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগ অংশগ্রহন করেছে। দেশের সকল গনতান্ত্রিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ। তাই সকল অপশক্তির বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াতে হবে ছাত্রলীগের নেতাকমীর্দের। বঙ্গবন্ধুর সোনার বাংলার কারিগর হিসেবে ছাত্রলীগের নেতাকমীর্দের মেধাবী মানুষ হিসেবে নিজেকে গড়ে তূলতে হবে। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রলীগকে অগ্রণী ভুমিকা পালন করার আহবান জানান তিনি। তিনি শনিবার বিকেলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজার রহমানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইউনুস আলী, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় নেতা মেহেদী হাসান রবিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক নাইমুর রাজ্জাক তিতাস, সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, সোহান সাগর, ছাতনেতা ইবনে সিনা শ্রাবন, নারচি  ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফুলবাবু সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক বগুড়া

সর্বশেষ: