• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

বগুড়া-১ আসনে আ. লীগের মনোনয়ন প্রত্যাশী শ্যামলের গণসংযোগ

দৈনিক বগুড়া

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

বগুড়ার সোনাতলায় বণিক সমিতি,দোকান মালিক সমিতি ও বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ও সোনাতলার ব্যবসায়ীদের উদ্যোগে ব্যবসায়ীদের সাথে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ- কমিটির সদস্য, শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সদস্য সচিব ও মুখপাত্র,বগুড়া-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল।

সোনাতলা পৌরসভার মেয়র ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর সভাপতিত্বে শনিবার দুপুরে সোনাতলা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান নবাব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শামছুল হক মণ্ডল,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মিরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রূম্পা, পৌর প্যানেল মেয়র মশিউর রহমান রানা, বণিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আকন্দ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুলফিকার হায়দার দারা, সাধারণ সম্পাদক ইয়াছিন আলম মণ্ডল, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, শ্রমিক লীগ নেতা রেজাউল করিম মানিক।

প্রধান অতিথি কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে দিনরাত কাজ করে যাচ্ছেন। দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে হওয়া বাংলাদেশের উন্নয়ন আজ দেশ-বিদেশে দৃষ্টান্ত হয়ে আছে। তাঁর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত-স্মার্ট রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ্। তিনি আরও বলেন, সোনাতলা-সারিয়াকান্দিতে প্রযুক্তিনির্ভর আধুনিক পদ্ধতির মাধ্যমে নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে নদীতীরের সেই অঞ্চলগুলোতে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চাই। শিল্প-কারখানার প্রসারের মাধ্যমে এ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। সোনাতলা-সারিয়াকান্দির মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করতে চাই। তিনি দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার এবং তাঁর পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালন করেন সোনাতলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আছালত জামান পলাশ।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া