• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

আদমদীঘিতে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

দৈনিক বগুড়া

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

“সেবা ও উন্নতির দক্ষ কারিগর. উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলা উদ্বাধন করা হয়েছে।

রোববার বিকেল ৪টায় আদমদীঘি উপজেলা চত্বরে এই উন্নয়ন মেলা উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: ফজলে রাব্বি, বগুড়া জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক আবুসহ নেতৃবর্গ।

এই উন্নয়ন মেলায় আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ, উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্স সহ বিভাগীয়, বিভিন্ন দপ্তরের ২১টি স্টল প্যাভেল বসানো হয়েছে। মেলা চত্ত¡রে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া