• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

বগুড়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

দৈনিক বগুড়া

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে রোববার জেলা ১২ টায় বগুড়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। সভায় সভাপতি বলেন, সার্বজনিন পেনশন স্কীম নিয়ে ব্যাপক প্রচারনা চালানোর উদ্যোগ নেয়া হয়েছে। এই পেনশন স্কীমের সুফল সম্পর্কে মানুষকে ধরনা দিতে হবে।

প্রয়োজনে ইউনিয়ন পর্যায়ে জনগনকে অবহিত হতে হবে। এছাড়া আগামী ২৭ সেপ্টেম্বর ২৯ সেপ্টেম্বর থেকে ঢাকার চীন মৈত্রী সম্মেলন স্থলে পর্যটন মেলায় সদ্য জিআই প্রাপ্ত বগুড়ার দই এর ষ্টল ও হস্ত শিল্প থাকবে বলে জানান হয়। সভার সভাপতি জেলা প্রশাসক আরো বলেন, সরকার যে তিনটি পন্যের দাম নির্ধারন করেছেন সেগুলোর বিষয়ে তদারকি করা হবে। জেলায় ১২ লাখ টন আলু উৎপাদন হওয়ার পরও আলুর মূল্য অযৌক্তিক ভাবে সরকার নির্ধারিত মূল্যে চেয়ে বেশি বাড়ালে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রায় আড়াই ঘন্টাব্যাপী এই সভায় উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসনের স্থানীয় বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ, বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শাহনেওয়াজ, জেলা সিভিল সার্জন মোহাম্মদ শফিউল আজম, সভার সদস্য সচিব অতিরিক্তজেলা প্রশাসক মোহাম্মদ আল মারুফ। এছাড়াও জেলার সকল উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সকল সরকারি প্রতিষ্ঠানের প্রধানগন ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া