• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

নন্দীগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক বগুড়া

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

বগুড়া নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের রিধইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার  বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা সরকারি শিক্ষা অফিসার ইদ্রিস আলী প্রামানিক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. সামছুল আলম, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইউসুফ আলী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবকসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও কতব্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান তোতা।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া