শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

সোনাতলায় আ. লীগের আলোচনা সভায় ম. আব্দুর রাজ্জাক

সোনাতলায় আ. লীগের আলোচনা সভায় ম. আব্দুর রাজ্জাক

বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। উন্নয়নের মহাসড়কে দেশের পথচলা কেউ রুখতে পারবে না। কোন ষড়যন্ত্র চক্রান্ত দেশের অগ্রগতি স্তব্ধ করতে পারবে না। দেশের মানুষ শান্তি ও সমৃদ্ধি চায়। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছেন। আগামী নির্বাচনে আবারও দেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে গণরায় প্রদান করবেন ইনশাআল্লাহ।

সোমবার বিকালে সোনাতলা স্টেশন এলাকায়   আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বঙ্গবন্ধুর সৈনিকরা আন্দোলনের হুমকি ধামকিতে ভয় পায় না। লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বিএনপি জোটের একদফার আন্দোলনে তাই জনসমর্থন নেই। তারা আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা আন্দোলনের নামে দেশের শান্তি পূর্ণ পরিবেশ বিনষ্ট করতে চায়। এদের অপতৎপরতা রুখে দিতে সকলকে প্রস্তুত থাকতে হবে। তিনি গনতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও উন্নয়ন এগিয়ে নিতে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

সোনাতলা পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বুলু, সাবেক সহ-সভাপতি রাজেন্দ্র প্রসাদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন মন্ডল, তেকানি চুকাইনগর ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম, সোনাতল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জাহেদুর রহমান জাহিদ, সাবেক যুগ্ম আহবায়ক ইব্রাহিম হোসেন দুলু এবং বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়। 

আলোচনা সভায় সোনাতলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

দৈনিক বগুড়া

সর্বশেষ: