• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

সারিয়াকান্দিতে চাল বিতরণের পরিদর্শনে ইউএনও

দৈনিক বগুড়া

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ডিলারদের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত স্বল্পমূল্যের খাদ্যবান্ধবের চাল বিতরণ কর্মসূচি পরিদর্শন করেছেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক।

সোমবার দুপুরে তিনি কর্ণিবাড়ী ইউনিয়ন মথুরাপাড়া বাজারে ডিলার ফজলুল করিমের খাদ্যবান্ধবের চাল বিতরণ কর্মসূচি পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, যদি কোনো কার্ডধারি ব্যক্তি চাল বিক্রি করেন, বিক্রয় কালে ধরা পড়লে তাদের কার্ড বাতিল করা হবে। এবং যিনি ঐ চাল কিনবেন তাকেও আইনের আওতায় আনা হবে। এসময় উপস্থিত ছিলেন, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রাং, ডিলার ফললুল করিম, এএসআই জানে আলম, পেশকার আব্দুর রাজ্জাক, সাংবাদিক বৃন্দ ও পুলিশ সদস্যরা প্রমুখ।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া