
বগুড়ার সোনাতলায় এক্সমার্ট বিডি অ্যাপ ও তিনদিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে বুধবার রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপ ও মেলার উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। পরে তিনি মেলার স্টলগুলো গুরে দেখেন ও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, দিশারী উন্নয়ন সংস্থার নিবাহী পরিচালক এম রহমান সাগর। স্বাগত বক্তব্য রাখেন অ্যাপ ও মেলার অন্যতম উদ্যোক্তা আবু মান্নাফ খান সৈকত। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
দৈনিক বগুড়া