
মুঠোফোন ছেড়ে খেলার মাঠে সক্রিয় অংশগ্রহনে সকলের প্রতি সাধুবাদ জানিয়ে আল-জামিউ বনি স্মৃতি টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি পরবর্তী খেলাধুলার আয়োজনগুলোতেও সার্বিকভাবে পাশে থাকার ইচ্ছা পোষণ করেন বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয়।
সোমবার বিকেলে বগুড়া শহরের মালতিনগর এমএস ক্লাব মাঠে এক ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।আয়োজক সুত্রে জানা যায়, গত ৫ আগস্ট আল-জামিউ বনি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে এমএস ক্লাব (জুনিয়র)। আর এই টুর্নামেন্টে অংশ নেয় মোট আটটি দল।
আজ বিকেলে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় এমএস ক্লাব জুনিয়র ও সিনিয়র দলের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হয়। এতে ৪-৩ গোলের ব্যবধানে বিজয়ী হয় জুনিয়র দল।
পরে টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দৈনিক বগুড়া