শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রাহায়ণ ১৪৩০

বগুড়ার আবারও শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান সোহরাব ছান্নু

বগুড়ার আবারও শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান সোহরাব ছান্নু

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় আবারও শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। মঙ্গলবার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এর আগেও তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন।

উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় পরিদর্শন ও অবকাঠামো উন্নয়ন, ঝরে পড়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, পাঠদানে শিক্ষকদের অনুপ্রেরণা জোগানোসহ বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর ২৩ জেলা পর্যায়ের মূল্যায়ন কমিটিতে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনীত হয়েছেন।

শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

দৈনিক বগুড়া