
বগুড়া মূক ও বধির স্কুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া জেলা পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। প্রধান অতিথি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন এবং সবাইকে চকলেট বিতরণ করেন। পরে তিনি শিক্ষার্থীদের উন্নত মানের খাবার পরিবেশন করেন।
এসময় সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ও আব্দুর রশিদ, স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান উপস্থিত ছিলেন।
দৈনিক বগুড়া