
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কুদরত-ই-ইলাহী কাজলের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, সুমিনুল ইসলাম সুমন, উপজেলা কৃষক লীগের সভাপতি হামিম বাবু, ছাত্রলীগ নেতা আরফিন খান তনু, সাকিব সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দরা।
দৈনিক বগুড়া