
বগুড়ায় বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “হৃদয়কে দিয়ে হৃদয়কে জানুন”। দিবসটি উপলক্ষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের হৃদ রোগ বিভাগের উদ্যোগে শনিবার সকাল ৯ টায় কলেজ চত্ত্বরে র্যালী বের হয়। পরে র্যালিটি হাসপাতালের বহিঃ বিভাগ ঘুরে আবার কলেজ গেটে এসে শেষ হয়।
এই র্যালিটিতে উপস্থিত ছিলেন বগুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ রেজাউল আলম জুয়েল, হাসপাতালের কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ সুশান্ত কুমার সরকার, উপ-পরিচালক জনাব ডাঃ মোঃ আব্দুল ওয়াদুদ, হৃদরোগ বিভাগের প্রধান ডাঃ শেখ মোঃ শহিদুল হক, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডাঃ নিতাই চন্দ্র সরকার, শিক্ষক সমিতির সেক্রেটারি ডাঃ মোঃ মনিরুজ্জামান আশরাফ বিপুল, সকল বিভাগেরর বিভাগীয় প্রধানগণসহ সকল স্তরের শিক্ষকমন্ডলী, চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা কর্মচারী ও নার্সেসবৃন্দ।
র্যালি পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সারা বিশ্বে প্রায় ৬২ কোটি মানুষ হৃদরোগে আক্রান্ত এবং প্রতিবছর প্রায় ২ কোটি ৫ লক্ষ মানুষ এই রোগে মারা যাচ্ছে। অর্থাৎ প্রতি ১.৫ সেকেন্ডে হৃদরোগে আক্রান্ত একজন রোগী মারা যাচ্ছে।
বক্তারা বলেন, হৃদরোগের ঝুঁকিসমূহ কমাতে পারলে ৮০ শতাংশ অপরিণত বয়সের মৃত্যু কমানো সম্ভব।
দৈনিক বগুড়া