বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

শেরপুরে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

শেরপুরে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় বাঙালি নদী থেকে নিখোঁজের তিন দিন পর শহিদুল ইসলাম (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে নদীর উপজেলার সুঘাট ইউনিয়নের সুত্রাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শহিদুলের নিকট আত্মীয়রা জানান, মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যার পর স্ত্রী সালমা খাতুন নদীর ঘাট থেকে শহিদুলকে পানি আনতে বলেন। পানি আনতে গিয়ে শহিদুল আর বাড়ি ফেরেনি। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। এলাকাবাসী জানান, স্থানীয় এক যুবকের সাথে নিহত শহিদুলের স্ত্রী সালমা বেগমের দীর্ঘদিন যাবত পরকীয়া সম্পর্ক চলছিল। এরই জের ধরে তাকে হত্যা করে লাশ নদীতে ফেলা হতে পারে বলে ধারাণা। শহিদুল ও সালমা দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সালামাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: