শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বগুড়ায় হেরোইন-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১

বগুড়ায় হেরোইন-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জহুরুল ইসলাম লিখন নামে একজনকে গ্রেফতার  করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওই উপজেলার পৌরসভার অন্তর্গত নাগর নদীর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম হোরোইন ও ১২০ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছে মাদক বেচাকেনার নগদ ১ হাজার ১৫০ টাকা ও একটি মুঠোফোন পাওয়া যায়।

৪৩ বছরের লিখন বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট সরদারপাড়া গ্রামের বাসিন্দা। তারা বাবার নাম আবু বক্কর সিদ্দিক।  এসব তথ্য নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ লিখনকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় করে আসছেন। তাকে গ্রেফতারের পর এসআই এরশাদ আলী বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করেন। 

এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ।

 

দৈনিক বগুড়া

সর্বশেষ: