
বগুড়ায় চলতি ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শিবগঞ্জে ১০ হাজার ৬৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান, আবদুল্লাহ আল আজাদী ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা।
অনুষ্ঠানে ২ হাজার ৮’শ কৃষকের প্রত্যেককে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১ হাজার ১৫০ কৃষকের প্রত্যেককে দুই কেজি ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৪ হাজার ৭৫০ কৃষকের প্রত্যেককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, দেড়’শ কৃষকের প্রত্যেককে এক কেজি শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১৬০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, ১১০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুর ডাল বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি ও ১ হাজার ৫২০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি খেসারী, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়।
দৈনিক বগুড়া