শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রাহায়ণ ১৪৩০

শাজাহানপুরে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

শাজাহানপুরে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও গোহাইল উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি আলী ইমাম ইনোকী বলেছেন, মেধাবী জাতি গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্য পুস্তক তুলে দেওয়া, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, যুগোপযোগী কারিকুল্যাম প্রণয়নসহ নানা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

মঙ্গলবার বগুড়ার শাজাহানপুরের গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত অবহিতকরন বিষয়ক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল এর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য ইমদাদুল হক, আক্কাস আলী, মোকছেদ আলী, আব্দুল লতিফ, জাহিদুর রহমান, জিনাত জাহান পাতা, আব্দুল মজিদ, আব্দুস সোবহানসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

দৈনিক বগুড়া