
বগুড়া সারিয়াকান্দি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান রেজাউল করিম মুন্টু,সহকারী কমিশনার (ভূমি) সবুজ বসাক, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম,চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী হিরো, হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নূর মোঃ মেহেদী হাসান আলো, কৃষি অফিসার আব্দুল হালিম,আনসার ভিডিপি অফিসার মো:রাকিবুল হাসান,উপজেলা উপ সহকারি প্রকৌশলী (এলজিইডি) মাসুদ রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল রাজ্জাক উল হায়দার, মহিলা বিষয়ক কর্মকর্তা লাইলা পারভিন নাহারসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। সভার শুরুতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান।