
সোমবার বগুড়ার ধুনটের নিমগাছিতে বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ, নিমগাছী ইউনিয়ন শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় এমপি হাবিবুর রহমান বক্তৃতায় বলেন বিএনপি-জামায়াত কর্তৃক দেশব্যাপী নৈরাজ্য অগ্নি সংযোগ, পুলিশ হত্যা, বিচারপতির বাসভবনে হামলা, সংবাদকর্মীদের উপর হামলার প্রতিবাদে নিমগাছী ইউনিয়নবাসীর ঐক্যবদ্ধ অবস্থান এবং আজকের উন্নয়ন ও শান্তি সমাবেশের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমান করেছে নিমগাছীর মাটি আওয়ামী লীগ এর ঘাঁটি।
এসময় আরও উপস্থিত ছিলেন নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি আজমল হক ও সাধারণ সম্পাদক নাসিম উদ্দিনসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা প্রমুখ।