
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কর্ণিবাড়ী ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির ১৫টাকা দরে ৩০ কেজি করে নভেম্বর মাসের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রামাণিক। চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রাং জানান, সরকার বেশি দামে চাল ক্রয় করে স্বল্প দামে হত-দরিদ্রদের মাঝে বিতরণ করছেন। এই চালের পুষ্টি ও গুনগত মান অনেক ভালো। ডিলারের কাছ থেকে স্বল্প মূল্যে চাল উত্তোলন করে, বাহিরে বিক্রয় না করার বিষয়ে সকলকে সতর্ক করে দেন। এই চাল যিনি বিক্রয় করবেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পিয়াস কুমার সরকার, খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার ও কর্ণিবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য (মহিলা সংরক্ষিত) মাসুদা বেগম ইলু, ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান রউফ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম রুবেল, যুগ্ন-সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সুজন প্রমুখ। উল্লেখ্য এই ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার ৩ জন।